Header Ads

Header ADS

দশটি (১০) টি বিখ্যাত বাংলা প্রেমের কবিতা

দশটি (১০) টি বিখ্যাত বাংলা প্রেমের কবিতা


বাংলা প্রেমের কবিতা

০১. অজস্র স্বপ্নের ভিড়ে তোমায় দেখি, সমস্ত কল্পনা জুড়ে তোমার বসবাস,

অজস্র কাব্য শুধু তোমায় নিয়ে লিখা, অপুরন্ত বন্ধুত্ব নিয়ে তোমার অপেক্ষায় থাকা


০২.অনেক প্রার্থনা করে পেয়েছি তোমায়,
 অনেক যত্ন করে রেখেছি তোমায়,
 তোমাকে ভুলার কথা ভাবতেই পারি না,
 কারন ভাগ্যের রেখা থেকে ছিনিয়ে এনেছি তোমায়।

০৩.অন্য কারো সুখের কারন হয়ে আপনি যে সুখের অনুভুতি পান,
সেটিকেই সবচেয়ে বড় সুখ বলা হয় ।


০৪. অনুরোধে নয় অনুরাগে তোমাকে চাই,
অভিলাসে নয় অনুভবে তোমাকে চাই,
বাস্তবে না পেলেও কল্পনাতে তোমাকে চাই ।


০৫. অপেক্ষায় আছি অপেক্ষায় থাকবো,
যতদিন বেঁছে থাকি তোমায় মনে রাখবো,
যত কষ্ট হোক সব মেনে নেবো,
তবুও চিরদিন তোমাকেই ভালোবাসবো ।


০৬. অভিমান রাগ একমাত্র তার উপরেই করা যায়,
যাকে সবচেয়ে বেশী ভালোবাসা যায় ।

০৭. কিছু সময় আসে হারিয়ে যাবার
আবার কিছু সময় আসে খুঁজে নিয়ে ধরে রাখবার
কখনো সময় আসে বুঝে নেবার, বুঝিয়ে দেবার,
কিছু সময় আসে সময়কে কাজে লাগাবার ।


০৮. মেঘের হাতে একটি চিঠি পাঠিয়ে দিলাম আজ
বন্ধু আছি অনেক দূরে হাতে অনেক কাজ
বৃষ্টি তুমি একটি বার জানিয়ে দিও তাকে-
বন্ধু তোমার পাসেই আছি, হাজার কাজের ফাকে ।

০৯. আজ ছন্দ মহলে মিলছে দুটি মন,
মনে মনে বলবে ওরা কথা যে সারাক্ষন,
কথার মাঝে থাকবে গভীর ভালোবাসা,
ভালোবাসার মাঝে থাকবে দুটি মনের বেকুলতা !!

১০. জানি না ভালোবাসার আলাদা আলাদা নিয়ম আছে কিনা
তবে আমি কোন নিয়মে তোমাকে ভালবাসেছি তাও জানিনা
শুধু এইতুকু জানি আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি ।



“ চিন্তা কমিয়ে মূখে হাসি ফোটান ”

👉আতাউর সৌরভ মীর





No comments

Theme images by enot-poloskun. Powered by Blogger.